চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম আনিকা। তার বয়স ৬ বছর। সে উপজেলার ১০ নং পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে ও ৮০ নং লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।
ঘটনা সূত্রে জানা যায়, শনিবার ১লা জুন সন্ধায় আনিকা তার বাড়ি সংলগ্ন উত্তর লুধুয়া বায়তুল আকসা জামে মসজিদ এর সামনে দিয়ে রাস্তা পাড় হবার সময় হঠাৎ করেই একটি দ্রুতগতির বে-পড়োয়া ইজি বাইক তার উপর উঠিয়ে দেয়। এতে আনিকা গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সে সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে চাঁদপুর জেলা সদর হাসপাতালে রেফার করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে জানাজা শেষে দাফন করা হয়েছে।
এবিয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, নিহতের অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় লাশ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ২ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur