চাঁদপুরের কচুয়ায় জবা ফুল গাছ ভাঙ্গাকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদ করায় প্রতিপক্ষের লোকজন বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর করেছে। বুধবার রাতে উপজেলার দক্ষিণ শাসনপাড়া টাওয়ার সংলগ্ন সৌদি প্রবাস ফেরত আলমগীর হোসেনের বাড়িতে এ হামলা ও ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন।
সরেজমিনে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাসনপাড়া টাওয়ার সংলগ্ন বাড়ির অধিবাসী আলী আরশাদের পুত্র মো. আলমগীর হোসেন প্রায় দু’সপ্তাহ পূর্বে সৌদি আরব থেকে বাড়িতে ছুটিতে আসেন। মঙ্গলবার বিকেলে আলমগীর হোসেনের ঘর সংলগ্ন দক্ষিণ পাশে রোপণকৃত একটি জবা ফুল গাছ ভেঙ্গে ফেলে একই বাড়ির জালাল উদ্দিনের স্ত্রী সামছুন্নাহার। এ নিয়ে প্রবাস ফেরত আলমগীর হোসেন জালাল উদ্দিনের মেয়ে কুলসুমা আক্তারের কাছে বিচার চাইলে এতে ক্ষুব্ধ হয়ে কুলসুমা আক্তারের ভাই নুরে আলম, নুর নবী, জালাল উদ্দিন, হনুফা আক্তার সহ কয়েকজন মিলে প্রবাসী আলমগীর হোসেনের বাড়িতে বুধবার রাতে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে টিনের বেড়া বিনষ্ট করেন। এছাড়া প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী মিম আক্তারকে শারীরিক লাঞ্ছিত করে তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও গৃহে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে প্রবাসী আলমগীর হোসেন দাবী করেন। তবে গৃহ ভাংচুর, হামলা ও লুটপাটের বিষয়টি অস্বীকার করেছেন জালাল উদ্দিন ও তার মেয়ে কুলসুমা আক্তার। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রবাসী আলমগীর হোসেনের পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কচুয়া প্রতিনিধি, ৩০ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur