Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের কালিকাপুর দাখিল মাদরাসার সভাপতি বাতেনের ইন্তেকাল
মাদরাসার

মতলবের কালিকাপুর দাখিল মাদরাসার সভাপতি বাতেনের ইন্তেকাল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর আদর্শ দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল বাতেন পাটওয়ারী সোমবার (২৭ মে) বিকাল ৪টায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি…. রাজেউন)। তিনি গত শনিবার হঠাৎ ব্রেন স্ট্রোক করলে সাথে সাথে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে আইসিওতে ভর্তি করা হয়।

সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ওই হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনীগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর কালিকাপুর নিজ এলাকায় মরহুমের নামাজে জানাযা শেষে যখন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, আওয়ামী লীগ নেতা ডাঃ মোহাম্মদ আলী,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, ইন্জিনিয়ার জহিরুল ইসলাম মুন্সী,উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রধান, কালিকাপুর আদর্শ দাখিল মাদরাসা সুপার মাওলানা আশাদুজ্জামান, মিয়া মামুন, আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন পাটোয়ারী, আলমগীর হোসেন মজুমদার, কামরুজ্জামান কাকন, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, মানিক মোল্লা প্রমুখ।

মরহুমের নামাজে ইমামতি করেন মরহুমের চাচা মাওলানা আবদুল হাকিম।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৯ মে ২০২৪