পবিত্র হজ্জ্ব পালনের জন্য সস্ত্রীক সৌদি আরবের দেশ ত্যাগ করলেন চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান। শুক্রবার (২৪ মে) বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিমানে দুপুর ২ টার ফ্লাইটে সৌদি আরব রওনা হয়েছেন তিনি।
এ উপলক্ষ্যে এলাকাবাসীর কাছে দোয়া কামনা করে তিনি বলেছেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি সস্ত্রীক প্রবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সময় স্বল্পতার কারনে অনেক শুভাকাঙ্খী ও স্বজনদের কাছে বলে যেতে পারিনি, এ জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। । সুস্থ্য শরীরে যাতে পবিত্র হজ্জ্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্বদেশে ফিরে আসতে পারি, সেজন্যে সকলের কাছে দোয়া কামনা করছি। আমিও আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।
পবিত্র হজ্জ্ব পালন শেষে আগামী রবিবার (৩০ জুন) পবিত্র মদিনা নগরী থেকে ফিরতি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।
ফরিদগঞ্জ প্রতিনিধি, ২৪ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur