সিস্টেম আপগ্রেডেশনের জন্য বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হবে।
মঙ্গলবার (২১ মে) এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ডেসকো।
বিবৃতিতে বলা হয়, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশন কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত প্রিপেইড রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।
আপনার স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রিপেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানানো যাচ্ছে।
বিবৃতিতে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২১ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur