Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা আটক
উপজেলা

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা আটক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে আটক করেছে পুলিশ। আগামি ২১ মে দ্বিতীয় ধাপে হাজীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে এক প্রার্থীর পক্ষে ভোট কিনার অভিযোগে ১৯ মে শনিবার গভীর রাতে টাকার ব্যাগসহ তাদেরকে হাতে নাতে পুলিশ আটক করেছে বলে নিশ্চিত হওয়ার খবর পাওয়া যায়।

আটককৃত দুই নেতা হচ্ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম পাটওয়ারী ও ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক।

 স্থানীয় আজাদ হোসেন জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর আনারস মার্কার পক্ষে তারা টাকা বিলি করছেন এমন অভিযোগ শুনে পুলিশ তাদের কাছ থেকে ব্যাগ ভর্তি টাকাসহ আটক করেছেন। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল রশিদ আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানতে পারবেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৯ মে ২০২৪