দেশের চার বিভাগে নতুন করে আরও দুই দিন (৪৮ ঘণ্টা) হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে জ্বলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
১৭ মে শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের তাপপ্রবাহের সতর্কবার্তা এ তথ্য জানানো হয়।
সতর্ক বার্তায় বলা হয়, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার (১৭ মে-২০২৪) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে আবহাওয়া পূর্ভাবাসে বলা হয়েছে সারাদেশে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার থেকে শুরু হওয়া এ তাপপ্রবাহ গত মঙ্গলবার থেকে তীব্র হয়েছে। শুক্রবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৮ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur