আসন্ন চাঁদপুর সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর দোয়াত কলম মার্কার সমর্থনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের নেতৃত্বে শহরে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মিছিলটি চাঁদপুর সরকারী কলেজ মাঠ থেকে শহরের চিত্রলেখা মোড় হয়ে মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে কালিবাড়ি মোড় হয়ে নতুনবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল হেলাল ইনু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসেন,জেলা ছাত্রলীগ নেতা রিয়াজ হাসান পাবেল, ওয়ালি উল্লাহ সুমন, শাহজালাল রাজু, মেহেদী হাসান, বিপ্লব খান, অপু পাটওয়ারী, নাইমুর রহমান আশিক, খোরশেদ আলম আকিব, কাদির মৃধা, আল-আমিন, ইসমাইল খান, মোস্তফা কামাল, আরফিন সিদ্দিক, পৌর ছাত্রলীগ নেতা অনিক সরকার, আরাফাত সানিসহ জেলা, সদর, পৌর, কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর দোয়াত কলম মার্কার লিফলেট বিতরণ করা হয়।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১৭ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur