২৯ মে ৩য় ধাপে অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়ার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলা জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাড. মো. মাঈন উদ্দিন মাইনু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। মানবিক কচুয়া উপজেলা গঠনের দাবীতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে তিনি এ তফসীল ঘোষণা করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-১ কচুয়া আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. এ কে এম শহীদুল ইসলাম।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ রুহুল আমিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সফি উল্লাহ সফি, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক রুহুল আমিন চৌধুরী, পৌর জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur