ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। ১৭ মে শুক্রবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি খাদে পড়েগেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ(২৬), টেকনাফের নিহত মোহাম্মদ হোসেন (৩০), বাদবাকি নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভিতর থেকে নিহত পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয় চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ চন্দ্র সাহা জানান, পাঁচ জন নিহত হয়েছে, আহতের বেশ কয়েকজন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৭ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur