আগামী ২৯ মে ৩য় ধাপে অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে হাজী শাহজাহানের উদ্যোগে ৩নং বিতারা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মেহেদী হাসানের নেতৃত্বে টেলিফোন প্রতীকে ভোট চেয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহবুব আলমের সমর্থনে ব্যাপক প্রচার প্রচারনা ও গনসংযোগ করেছেন। বুধবার বিকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে অভয়পাড়া বাজার থেকে প্রচারনা শুরু করে বিতারা মোড়ে প্রতিটি মানুষের সাথে টেলিফোন মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন।
এসময় আওয়ামীলীগ নেতা ইদ্রিস মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ছাত্রলীগ তাফাজ্জল মুক্তার, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য অলি পাঠান, সমাজসেবক কাজী মবিন, যুবলীগ নেতা কবির হোসেন, হযরত আলী, নেতা ইসমাইল, রাকিব, নাজমুল, ইয়াসিনসহ দলীয় অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur