Home / উপজেলা সংবাদ / কচুয়া / সাংবাদিক রাকিবুল হাসানের কন্যা তিশা জিপিএ-৫ পেয়েছে
সাংবাদিক

সাংবাদিক রাকিবুল হাসানের কন্যা তিশা জিপিএ-৫ পেয়েছে

কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রাকিবুল হাসানের কন্যা মারোয়া সুলতানা তিশা জিপিএ ৫ পেয়েছে। রবিবার প্রকাশিত এসএসসি পরিক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।

তিশা চলতি বছর কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। ভবিষ্যতে তিশা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।

তিশার বাবা রাকিবুল হাসান বলেন, মেয়ের এমন ফলাফলে আমি খুশি। এজন্য তার মা শিক্ষক ও যারা দোয়া করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তিশা ডাক্তার হতে চায়, তার চেয়ে বড় কথা একজন মানুষ হোক এমনটাই প্রত্যাশা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ মে ২০২৪