চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার আসামি ইব্রাহিম প্রধানিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। ইব্রাহিম প্রধানিয়া চাঁদপুরের মতলব দক্ষিণ থানার বকচর এলাকার আব্দুল মোতালেব প্রাধানিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৯ মে) গভীররাতে তাকে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৬ এর যশোর ক্যাম্প।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ইব্রাহিম ৪ বছর আগে একই এলাকার খোকন মিয়ার মেয়ে খাদিজাকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। গত এক বছর ধরে ইব্রাহিম যৌতুক হিসেবে ফার্নিচার দাবি করেন। খাদিজার দরিদ্র বাবা যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন অজুহাতে খাদিজার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন ইব্রাহিম। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল রাতে খাদিজার শরীরের ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ইব্রাহিম। চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল খাদিজার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা হলে খাদিজার শাশুড়িকে গ্রেপ্তার হয়। কিন্তু আত্মগোপনে চলে যায় ইব্রাহিম। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল থেকে ইব্রাহিম প্রধানিয়াকে গ্রেপ্তার করে।
র্যাব অধিনায়ক আরও জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, পারিবারিক কলহের জেরে খাদিজা আক্তার (মিম) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। গত ১১ এপ্রিল ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৭টায় উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বকচর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে ইব্রাহিম আরও দুটি বিয়ে করেছিলেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের প্রধান আসামি আটকের খবর এলাকায় ছড়িয়ে পরলে মিমের পরিবার ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিক্তিতে বেনাপোল এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার কার হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাঁদপুর আদালতে তাকে প্রেরণ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, যশোরের বেনাপোল এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম খলিলকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট, ১১ মে ২০২৪