প্রায় মাস খানেক ধরে বৈশাখের তীব্র দাবদাহে জনজীবন স্থবির। গ্রীষ্মের প্রখর রৌদ্রে চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রকৃতি যেন আগুন জ্বেলেছে। গাছে গাছে কৃষ্ণচূড়ার লাল মোহনীয় রূপে সেজেছে উপজেলার পথ-প্রান্তর। রক্তিম কৃষ্ণচূড়ার চোখ ধাঁধানো সৌন্দর্য যেন হার মানায় ঋতুরাজ বসন্তকেও। এই কৃষ্ণচূড়াই গ্রীষ্মকে দেয় অন্য এক মাত্রা যা দেখলে যে কারো মন জুড়িয়ে যায়।
উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী দপ্তর এমনকি বাড়ির উঠোনে অনন্য রুপ ধারণ করে ফুটেছে রক্তিম কৃষ্ণচুড়া। গাছে রক্তিম আভা নিয়ে জেগে থাকা কৃষ্ণচূড়া দৃষ্টি কাড়ছে ফুলপ্রেমী মানুষের। প্রকৃতিপ্রেমীরা সেসব জায়গায় গিয়ে এই সৌন্দর্য উপভোগ করছেন।
পালাখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাদ বিএসসি,শ্রীপা ও বোরহান উদ্দিন বলেন, গ্রীষ্মের তীব্র তাপদাহের মাঝে কৃষ্ণচুড়া স্বস্তি দেয়। এই সময়টা বাংলার পথ-প্রান্তর মাতিয়ে রাখে কৃষ্ণচুড়া । পথে-প্রান্তরে দাড়িয়ে থাকা এসব গাছ মনকেও আলোকিত করে।
পালাখাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান,কৃষ্ণচুড়া শুধু সৌন্দর্যবর্ধন করে না গ্রীষ্মের এ আগুনঝরা দিনে তার ছায়ায় নিজেকে জুড়িয়ে নিতে অনেক মানুষ আশ্রয় নেয়। সৌন্দর্যবর্ধক এই গাছ রক্ষায় আমাদের সকলকে কাজ করতে হবে বলেও জানান তারা।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur