চাঁদপুর শহরের পুরাণবাজারে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৬ মে সোমবার দিনগত রাতের কোন এক সময়ে পুরাণবাজার ব্রিজের গোড়ার শাহীন চৌধুরীর মালিকানাধীন মার্কেটের কাউসার পাটওয়ারী নামের এক ব্যবসায়ীর বিসমিল্লাহ মোটর্সে এ ঘটনা ঘটে। চোরচক্রের সদস্যরা সিএনজির পাটর্সের দোকানের টিনের চাল কেটে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাউসার পাটওয়ারী জানান, সোমবার রাত সাড়ে ৯টায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরের দিন মঙ্গলবার সকাল পৌনে ১০টায় দোকান খুলে দেখেন টিনের চাল কাটা। পরে ক্যাশ বাক্সের ড্রয়ার ভাঙ্গা এবং মালামাল এলোমেলো দেখেন।
কাউসার পাটওয়ারী আরো জানান, চোরচক্র তার ক্যাশবাক্স ভেঙ্গে প্রায় ৪০ হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। তিনি চুরি যাওয়া টাকা ও মালামাল উদ্ধারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৭ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur