কচুয়া উপজেলা মেঘদাইর আজিজিয়া জামের মসজিদের সাধারণ সম্পাদক ও মেঘদাইর মাদ্রাসার অফিস সহায়ক (কম্পিউটার অপারেটর) ফারুক হোসেন ১৬দিন কারাবরণের পর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার চাঁদপুরের বিজ্ঞ জজ আদালতের জেলা ও দায়রা জজ মহসীনুল হক এর মাধ্যমে তিনি জামিন পান। এর আগে গত ২১ এপ্রিল একটি ষড়যন্ত্রমূলক পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে কচুয়া থানা পুলিশ।
ফারুক হোসেন বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আদালতের রায়ে আমি খুশি। কিন্তু এলাকার জনৈক ব্যাক্তি মিথ্যা ঘটনা সাজিয়ে আমাকে ১৬দিন জেল খাটিয়ে হয়রানি করেন। বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাড. মো. কামাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর জর্জ কোর্টের সিনিয়র অ্যাড. মো. আমান উল্লাহ, অ্যাড. সানাউল্লাহম, অ্যাড. নাদিম তালুকদার ও অ্যাড. এমরান হোসেন প্রমুখ।
কচুয়া প্রতিনিধি, ৭ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur