জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে চাঁদপুরের কচুয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব ঘোষনা করা হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।
এরা হচ্ছেন, শ্রেষ্ঠ শিক্ষার্থী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী রীমা শীল, কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী মারিয়া আফরিন, শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ সানি। শ্রেষ্ঠ শিক্ষক, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক অর্পণা রানী দেব (কলেজ পর্যায়ে), কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবু হেনা মোস্তফা ইকবাল (উচ্চ বিদ্যালয়), শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক শাহীন মাহমুদ (মাদ্রাসা)। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মহসীন কবীর (কলেজ), তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম পাটওয়ারী (উচ্চ বিদ্যালয়), কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ (কারিগরি শাখা), মো. ইউসুফ গাজী অধ্যক্ষ কাদলা এস এস ফাযিল মাদ্রাসা (মাদ্রাসা)। এ ছাড়া পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ, কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও কাদলা এস এস ফাযিল মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur