উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ৩জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত দিনে তারা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেনের নিকট প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।
প্রার্থিতা প্রত্যাহার করেছেন- শাহরাস্তি উপজেলার চেয়ারম্যান পদে মো. কামরুজ্জামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফারুক মুরাদ ও একই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে মির্জা শিউলী পারভীন।
সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। এই তিন উপজেলায় প্রার্থীদের মধ্যে আগামী ২মে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
এর আগে ২৩ এপ্রিল এই তিন উপজেলায় ২৬ জন প্রার্থীর মনোয়নপত্র বৈধ এবং ৪ জনের বাতিল করা হয়। এর মধ্যে আপিল করে দুইজন তাদের প্রার্থিতা ফিরে পান।
স্টাফ করেসপন্ডেট, ৩০ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur