চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে বাল্কহেড থেকে পড়ে ১ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যাক্তি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মো. মতিয়ার তালুকদারের ছেলে মো. ইকবাল তালুকদার (৩৬)। শুক্রবার ২৬ এপ্রিল উপজেলার মেঘনা নদীর দশানী এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তরের মোহনপুর নৌপুলিশ।
নৌপুলিশ সূত্রে জানা যায়, মো. ইকবাল তালুকদার এমবি জুনায়েদ -৩ নামক বাল্কহেডে গ্রীজার পদে চাকরি করতো। শুক্রবার ২৬ এপ্রিল সাড়ে ১১টার সময় মতলব উত্তর থানার মেঘনা নদীর দশানী এলাকায় সরকারী ইজারাকৃত বার্থিং এ নোঙর করা ছিল। ঐ সময় বাল্কহেডের গ্রীজার মো: ইকবাল তালুকদার বালতি দিয়ে পানি তোলার সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে নদীতে পড়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি।
এবিষয়ে মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নিখোঁজ ইকবাল তালুকদারকে অনেক খোজাখুজি করেছি, এখনও খোঁজাখুঁজি অব্যাহত আছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ২৭ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur