Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেংগারচর পৌরসভায় মানিক ও রিয়াজের উঠান বৈঠক
ছেংগারচর

ছেংগারচর পৌরসভায় মানিক ও রিয়াজের উঠান বৈঠক

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানিক দর্জির ঘোড়া প্রতীক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজের টিউবওয়েল প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪ এপ্রিল বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের তালতলী গ্রামে ওয়ার্ড আওয়মীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন কার্যালয়ের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের মোহাম্মদ মানিক দর্জি,। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউভওয়েল প্রতীকের রিয়াজুল হাসান রিয়াজ।

এতে প্রধান অতিথির বক্তব্যে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের মোহাম্মদ মানিক দর্জি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদ প্রার্থী। আমার প্রতীক ঘোড়া। বিভিন্ন স্থানে গিয়ে জনগণের উপস্থিত দেখে এবং ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা থাকলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হতে পারবো। তিনি আরো বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যানে। আমি সারাটা জীবন সততা,নিষ্ঠা ও স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে রাজনীতি করে এলাকার মানুষের পাশে ছিলাম। আমি জয়ী হলে চাঁদপুর -২ আসেনর সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহযোগিতায় এলাকার উন্নয়ন করে যাবো। আমার প্রয়াত নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু চৌধুরীর স্বপ্ন মতলব উত্তরের প্রতিটি গ্রাম হবে শহর এ স্বপ্নকে বাস্তবায়নে কাজ করে যাবো।

ছেংগারচর পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আল-আমীন সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনয় আরও বক্তব্য দেন- ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু সালেহ মোহাম্মদ খোরশেদ আলম, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের প্রধান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাজ্বী রুহুল আমিন মোল্লা, ছেংগারচর পৌর কৃষকলীগের সভাপতি আঃ কাদির প্রধান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমান উল্লাহ সরকার, ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোসলেম দেওয়ান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির ভান্ডারী।

এরপর মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানিক দর্জির ঘোড়া প্রতীক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজের টিউবওয়েল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে নারী ভোটারদের সাথে গণসংযোগ করেন।

নিজস্ব প্রতিবেদক, ২৫ এপ্রিল ২০২৪