চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ২৩ এপ্রিল মঙ্গলবার এ প্রতিক দেওয়া হয়েছে। মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস কাপ-পিরিজ প্রতীক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি ঘোড়া প্রতীক এবং জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন গাজীকে আনারস প্রতীক বরাদ্দ পান।
ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ টিউবওয়েল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান তালা প্রতীক পান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদন্ধীতায় বিজয়ের পথে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।
এদিকে প্রতিক পেয়ে মাঠে প্রচারণায় ব্যাস্ত হয়ে পরেছেন প্রার্থী ও সর্মথরা। উল্লেখ্য আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক, ২৩ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur