আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদিকা আমেনা আক্তার ঈদুল ফিতর পরবর্তী নেতাকর্মী ও সাধারন মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার ঈদের তৃতীয় দিন উপজেলার সাচার, পালাখাল, ভূঁইয়ারা, মেঘদাইর, এনায়েতপুর, দারাশাহী-তুলপাই বাজার, মালচোঁয়া, সেঙ্গুয়াসহ বেশ কিছু স্থানে সাধারন মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের দোয়া সমর্থন কামনা করেন।
এসময় তিনি বলেন, আমি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করি। ওই বছর আপনারা আমাকে ব্যাপক সমর্থন দিয়েছেন। কিন্তু আমার ভাগ্যে না থাকায় আমি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারিনি। এবার আপনারা আমার পাশে থেকে সাহস যুগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করলে সবাইকে নিয়ে স্মার্ট উপজেলা গঠনে কাজ করবো।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur