Home / সারাদেশ / কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু
কিশোর

কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত চিকিৎসক কোরবান আলী মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) ভোরে চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানান তার ছেলে আলী রেজা। তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আইসিইউতে বাবার মৃত্যু হয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠ এলাকায় চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজার ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন কোরবান আলী। তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছিলেন আলী রেজা। তখন থেকেই সংজ্ঞাহীন হয়ে পড়া কোরবান আলীকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে নগরীর ওআর নিজাম রোডে বেসরকারি মেডিকেল সেন্টার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতালে যাওয়া আলী রেজার বন্ধু রাশেদুল আলম বলেন, ভোর ৬টা ৭ মিনিটে চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেছেন। পুলিশ হাসপাতালে এসেছে। এখান থেকে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হবে।

জানা গেছে, প্রায় দুই মাস আগে কয়েকজন স্কুলছাত্রকে মারধর করতে দেখে ৯৯৯-এ ফোন করে পুলিশ ডেকে আনার ঘটনায় কোরবান আলীর ছেলে আলী রেজার সঙ্গে বিরোধ হয় এলাকার উঠতি বয়সী কিছু তরুণের। মূলত সেই বিরোধের জের ধরেই গত ৫ এপ্রিল আলী রেজাকে মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

এ ঘটনায় আলী রেজা বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। আলী রেজার অভিযোগ, হামলাকারীরা সবাই সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী কিশোর গ্যাংয়ের সদস্য।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ১০ এপ্রিল ২০২৪