Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে দুঃস্থ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
সমাজ

মতলব উত্তরে দুঃস্থ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুঃস্থ সমাজ কল্যান সংঘ কলাকান্দার উদ্যোগে ঈদ উপহার হিসেবে উপজেলার ৫ শতাধিক গরীব,অসহায় ও দুঃস্থদের মাঝে সয়াবিন তৈল,সেমাই-চিনি, মসলা ও গুঁড়া দুধ বিতরণ করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) সকালে ছেংগারচর পৌরসভার কলাকান্দা আলীয়া মাদ্রাসা (প্রস্তাবিত) মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন, দুঃস্থ সমাজ কল্যাণ সংঘ মতলব উত্তর কলাকান্দা এর পরিচালনা কমিটির সভাপতি মোঃ আসিফ আলী সিরাজী।

দুঃস্থ সমাজকল্যাণ সংঘের দপ্তর সম্পাদক মোঃ ফযসাল আল মুরাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দুঃস্থ সমাজ কল্যাণ সংঘ মতলব উত্তর এর সাবেক সভাপতি একেএম রিয়াজ উদ্দিন শাহিন। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দুঃস্থ সমাজকল্যাণ সংঘের সদস্য আরিফুল ইসলাম রুবেল।

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, দুঃস্থ সমাজকল্যাণ সংঘের কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আবেদিন রবিন, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক শাহ আলম জয়, মেহেদী মাসুদ, সহ-অর্থ সম্পাদক নূর উদ্দিন শান্ত, সদস্য জামান খান, মেরাজ দেওয়ান, আল-আমিন সরকার, শাদ সরকার, মোঃ রাতুল, ফিরোজ, নুহাদ, মাইদুল, হানিফসহ সংগঠনের অন্যানৗ সদস্য ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদসামগ্রী নিতে আসা ছেংগারচর পৌরসভার বালুচর গ্রামের তোফাজ্জল হোসেন (৫৭) ও কলাকান্দা গ্রামের মোঃ খলিল (৫৫) বরেন, প্রতি বছর রোজার ঈদে আমগোরে দুঃস্থ সমাজ কল্যাণ সংঘ খাবার তৈল,সেমাই,চিনি দিয়ে থাকে। এইবারও পেয়েছি। আমরা রোজার ঈদের আগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পেয়ে খুব খুশি। আমাদের মতো গরীব মানুষের এই উচ্চ মুল্যের বাজারে ঈদের দিনে কোনো কিছু কিনে খাওয়া স্বপ্নের মতো। যারা আমাদের এই স্বপ্ন পূরন করেছে তাদের জন্য আমরা মন খুলে দোয়া করি। এরা যেন প্রতি বছর আমগোরে সাহায্য করতে পারে এই দোয়া।

দুঃস্থ সমাজ কল্যাণ সংঘ মতলব উত্তর কলাকান্দা এর পরিচালনা কমিটির সভাপতি মোঃ আসিফ আলী সিরাজী বলেন, আমরা প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেই ২০০৮ সাল উপজেলার সহস্রাধিক গরীব,অসহায় ও দুঃস্থদের মাঝে সয়াবিন তৈল,সেমাই-চিনি, মসলা ও গুঁড়া দুধ বিতরণ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এবছরও ৫ শতাধিক দঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সয়াবিন তৈল,সেমাই-চিনি, মসলা ও গুঁড়া দুধ বিতরণ করা হয়েছে। আমাদের এই সংগঠনের জন্য সবার কাছে দোয়া চাই। আমাদের এই সংগঠন যেন মানব কল্যানে সবসময় নিয়োজিত থাকতে পারে। ইনশাল্লাহ আগামীতেও এ কার্যক্রম আমরা অব্যাহত রাখবো।

দুঃস্থ সমাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি একেএম রিয়াজ উদ্দিন শাহিন বলেন, এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। সংগঠনের সদস্য,প্রবাসী, ও এলাকার বিত্তবানদের সহযোগিতায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক, ৭ এপ্রিল ২০২৪