সিলেট থেকে দেহে গাঁজা বহন করে পাচারের চেষ্টাকালে আঃ রহিম (৪০) ও মোঃ তাহের মিয়া (৩৮) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
৩১ মার্চ রোববার দুপুরে ২ মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম। ভোর ৫টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া ব্রীজের উপর থেকে তাদেরকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আঃ রহিম হবিগঞ্জ জেলার চুনঘাট এলাকার আঃ রহমানের ছেলে ও মোঃ তাহের মিয়া একই জেলার সানু মিয়ার ছেলে।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া ব্রীজের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল আলিম, এএসআই ওহিদসহ সংঙ্গীয় সদস্যরা। সিলেট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রিবাহী বাস থেকে ওই স্থানে নামেন আঃ রহিম ও তাহের মিয়া। পরে দেহ তল্লাশি করে অভিনব কায়দায় উভয়ের পেটের উপর কস্টিব দিয়ে লাগানো ১ কেজি করে মোট ২ কেজি গাঁজা জব্দ করা। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উদ্ধাকৃত মাদকের মূল্য ৪০ হাজার টাকা।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম বলেন, মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ৩১ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur