মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের উদ্যোগে সাপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে কুমিল্লা বিমানবন্দর এলাকায় এ এ প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম।
উক্ত প্রদর্শনী আগামী ২৫ ও ২৬ মার্চ দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এবং ২৭ মার্চ থেকে ৩০ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত এই প্রদর্শনীতে বিভিন্ন স্টলে অত্যাধুনিক সাঁজোয়া যান, কামানসহ সেনাবাহিনীর বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করা হবে।
এছাড়াও মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অবদান, দূর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ক্যাম্প, সেবা ও দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও সেনাবাহিনীর নানাবিধ কার্যক্রম বিষয়ক স্টল স্থান পেয়েছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৪ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur