গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী তরুণীকে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিদে হাজীগঞ্জ উপজেলার বাকিলা রেলক্রসিং এলাকায় বোগদাদ বাসে তল্লাশী করে ৪ কেজি গাজাসহ মাদক ব্যাবসায়ী তানিয়া আক্তার পাখি(২২)কে আটক করে।
দুপুর সাড়ে ১২টায় দোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার্স সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
আটকৃত তানিয়া আক্তার পাখি কুমিল্লা জেলার কোতোয়ালী কালিয়াজুরি গ্রামের সোহগের স্ত্রী। সে গাজাঁ নিয়ে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্য রওনা হওয়ার পথে আটক হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, কুমিল্লা বুড়িচং এলাকার সামসুর ছেলে মাদক ব্যাবসায়ী আবদুল রশিদ গাজাঁ দিয়ে যুবতির মাধ্যমে পাচার করার সময় ডিবি পুলিশ তাকে আটক করে। আটকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মামলা করা হয়েছে।
আপডেট : সোমবার, ৩:৫২ এএম, ১২ অক্টোবর, ২০১৫ সোমবার
আনোয়ারুল হক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur