শাহরাস্তি উপজেলার ১৪নং সুচীপাড়া দক্ষিন ইউনিয়নের নরিংপুর গ্রামের মোল্লা বাড়িতে ৫৪তম বার্ষিক ওরছ শরীফ ও ওয়াজ দোয়ার মাহফিল অন্যান্য বছরের ন্যায় ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে (৬ মার্চ) মো. শাহজাহান মোল্লার ভান্ডারীর সার্বিক আয়োজনে ও নরিংপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল জব্বার খোকার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখেন, কচুয়ার আটোমোর গ্রামের অধিবাসী ডা. মো. মোশাররফ হোসেন সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুচীপাড়া দক্ষিন ইউপি চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস কর্মকর্তা ভাসানী, উপদেষ্টা আব্দুল ওদুদ মোল্লা ও সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ। এছাড়া বার্ষিক এ ভান্ডারীর মাহফিলে ভক্তদের মাঝে বয়ান রাখেন, হায়কামতা জামে মসজিদের খতিব মৌলভী মো. জাহিদুল ইসলাম ও বাউল অন্ধ সুমন, হালিম মিয়া। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, আলগমীর মোল্লা, এসময় চাঁদপুর জেলা জাতীয় পার্টির তথ্য গবেষনা সম্পাদক মিজানুর রহমান খানসহ স্থানীয় এলাকার অসংখ্য ভক্তবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি, ৭ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur