কচুয়ায় তাওহীদ একাডেমি এন্ড ইসলামিক সেন্টারের অধীনে জামি’আ দারুত তাওহীদের পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জামি’আ দারুত তাওহীদ অডিটোরিয়ামে অভিভাবক ও পরিচালনা পর্ষদের নিয়ে এ মতবিনিময় সভা করা হয়।
মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ একেএম আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও মাদ্রাসার সেক্রেটারী হাজী দুলাল মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হেরিটেজ ডেভেলপমেন্টের চেয়ারম্যান মো. নাজমুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. জামাল হোসেন সোহান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ,সাধারন সম্পাদক ওমর ফারুক,মাদ্রাসার অধ্যক্ষ আকরামুজ্জামান,সহ-সভাপতি আব্দুল কুদ্দুস,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার ও সমাজসেবক রুহুল আমিন চৌধুরী প্রমুখ।
এসময় মাদ্রাসার আন্তর্জাতিক সম্পাদক মো. মাসুদ,কোষাধ্যক্ষ আবু জাফর,সবুজ,রাসেল সহ এলাকার অভিভাবক,শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur