চাঁদপুর শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাট এলাকা থেকে অজ্ঞাত (২০) এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার রাতে লঞ্চঘাট এলাকায় ঐযুবকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে অবহিত করে। পরে সেখান থেকে অজ্ঞাত যুবকের লাশটি নৌ-পলিশের সহযোগিতায় মাদ্রাসা রোডের মো. দেলোয়ার হোসেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবকটি মৃত বলে জানায়।
পরে হাসপাতাল থেকে ঘটনাটি চাঁদপুর মডেল থানায় জানালে অজ্ঞাত যুবকের লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
শরীফুল ইসলাম || আপডেট: ০৬:৪০ পিএম, ১০ অক্টোবর ২০১৫, শুক্রবার
প্রতিনিধি/ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur