চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক একেএম শফিক উল্যাহ সরকারে মৃত্যুতে শোক প্রকাশ করেছে অনলাইন নিউজ চাঁদপুর টাইমস পরিবার।
শোক বার্তায় জানানো হয়, একেএম শফিক উল্যাহ সরকার সাংবাদিক সমাজের একজন পরিচিত মুখ। তিনি শুধু সাংবাদিক সমাজেই প্রিয় ছিলেন না। তিনি চাঁদপুরবাসীর নিকট একজন শুভাকাংখি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকসমাজসহ চাঁদপুরবাসী একজন গুণী ব্যক্তিত্বকে হারালো। শফিক উল্যাহ সরকার একাধারে একজন সুশীল ও ক্রীড়া সংগঠক ছিলেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি চাঁদপুর টাইমসের সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, প্রধান সম্পাদক মিজানুর রহমান রানা, প্রধান বার্তা সম্পাদক মুসাদ্দেক আল আকিব, নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন সমবেদনা জ্ঞাপন করেছেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur