চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন।
সংগঠনের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শরীফ চৌধুরী, রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, সোহেল রুশদী, ইব্রাহিম রনি, আব্দুল ওয়াদুদ রানা, লক্ষণ চন্দ্র সূত্রধর, তালহা জুবায়ের ও রফিকুল ইসলাম বাবু। এছাড়া সভায় উপস্থিত ছিলেন কার্যকরি পরিষদের সদস্য আবদুল আউয়াল রুবেল। সভায় আগামী শুক্রবার ১৬ ফেব্রুয়ারি নতুন কমিটি গঠনকল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনসহ সংগঠনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্টাফ রিপোর্টার, ৯ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur