কচুয়ায় ভাটিছিনিয়া সংলগ্ন দরিকান্দি মুন্সি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে হতদরিদ্র কৃষক আব্দুল মান্নানের বসতঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার দুপুরে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কৃষক আব্দুল মান্নানের গৃহে থাকা নগদ টাকা ও মুল্যবান মালামালসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করছেন।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মান্নান জানান, বুধবার দুপুরে আকস্মিকভাবে আমার গৃহে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে সব মালামাল পুরে ছাই হয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ^াস প্রদান করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur