কচুয়া উত্তর আকানিয়া হতে রাজাপুর সড়কের মাঝামাঝি আকানিয়া মীর বাড়ি সংলগ্ন খালের উপর কাঠের পুরোনো ব্রীজ ভেঙ্গে পড়ায় ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছে। এমন সংবাদ ২২ জানুয়ারি বিভিন্ন পত্রিকা ও চাঁদপুর টাইমসে প্রকাশের পর খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির ভেঙ্গে যাওয়া ব্রীজটি পরিদর্শন করেন এবং নতুন করে কালভার্ট নির্মানের আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন… কচুয়ায় ব্রীজ ভেঙ্গে যাওয়ায় ১০ গ্রামের মানুষের ভোগান্তি
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, উক্ত ব্রীজ পারাপার হয়ে আকানিয়া, রাজাপুর, মুন্সিবাড়ি, কোমরকাশা, ধলি-কচুয়া, হোসেনপুর, কাজকামতা, বদরপুর, দেওকামতা, ঘাগড়া গ্রামের প্রায় ২০ হাজার লোক কচুয়া বাজার, ঘাগড়া বাজার ও বাছাইয়া বাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে।
স্থানীয় এলাকাবাসী জানান, কাঠের ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় একমাত্র এ রাস্তা দিয়ে যাতায়াতে মানুষ খুবই কষ্টে অতিবাহিত করছে। উপজেলা চেয়ারম্যান আমাদের এ জায়গা নতুন করে কালভার্ট নির্মান করবেন বলেও জানান তারা।
উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির জানান, লোকজনের চলাচলের দিক থেকে ব্রীজটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রীজ ভেঙ্গে যাওয়ায় জনগনের চরম ভোগান্তির কথা ইউএনও ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। তারা ব্রীজটি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ^াস প্রদান করেন। পাশাপাশি উপজেলা পরিষদ থেকে একটি বরাদ্দের মাধ্যমে মানুষের যাতায়াতের জন্য কালাভার্ট নির্মান করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur