কচুয়ায় মহান বিজয় দিবসের ‘মাদক বিরোধী’ ভলিবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় মাঠে কচুয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুমিল্লা জেলা ভলিবল দল ও লক্ষীপুর জেলা ভলিবল দলের মাঝে অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও কচুয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেনের সভাপতিত্বে ও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন সুমনের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাটা, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সিকদার প্রমুখ।
এসময় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনা করেন, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এমদাদ উল্যাহ, মো. বোরহান উদ্দিন, মো. এমরান হোসেন। টানটান উত্তেজনায় ফাইনাল খেলায় লক্ষীপুর জেলা ভলিবল দলকে হারিয়ে কুমিল্লা জেলা ভলিবল দল জয় তুলে নেয়। পরে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur