চাঁদপুরের কচুয়ার পূর্ব কালচোঁ গ্রামে পানিতে ডুবে আপন দুই জেঠাতো-চাচাতো ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই গ্রামের ইয়াছিন তালুকদারের দেড় বছরের ছেলে আবু সাঈদ ও মহিন তালুকদারের দুই বছরের ছেলে আবরার হোসেন।
জানা যায়, সকাল ১০ টায় বাড়ির উঠানে তারা খেলতে গিয়ে ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়।
নিহত সাঈদ হোসাইনের বাবা ইয়াছিন মিয়া বলেন, আমাদের বাড়ীর খোদেজা বেগম নামে এক মহিলা প্রথমে পুকুরের পানিতে ভাসতে দেখে ডাকচিৎকার করেন। পরে আমরা দৌড়ে গিয়ে পুকুর থেকে শিশু দুইটিকে উঠিয়ে ডাক্তার দেখানোর চেষ্টা করি, কিন্তু তার আগেই তাদের মৃত্যু হয়েছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
শনিবার তালুকদার বাড়ী জামে মসজিদে বাদ আছর জানাজা শেষে মসজিদের পাশে শিশু দুইটিকে কবর দেওয়া হয়।
এদিকে শিশু দুইটি শোকে পরিবারের মধ্যে শোকের মাতম দেখা যায় এবং পুরো এলাকায় একটি হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৩ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur