ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ঘনকুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ভেকিনগরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন সৃজন দেবনাথ (৩২)। সে নরসিংদী জেলার ঘোরাশাল পৌরসভার পলাশ বাজার এলাকার রঞ্জিত চন্দ দেবনাথের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ইসলাম জানান, নিহত সৃজন দেবনাথ প্রাইভেটকারে কুমিল্লা থেকে নরসিংদী যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় ভোর ৬টার দিকে পৌঁছায়। এসময় তার প্রাইভেটকারটির একটি চাকা পাংচার হয়। গাড়ি থেকে নেমে চাকাটি দেখার সময় ঘনকুয়াশার কারণে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সৃজন দেবনাথ মারা যান। নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১১ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur