৭ জানুয়ারি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন এর পক্ষে এবং আলহাজ্ব এম এ হান্নান সাহেবের মুক্তির দাবিতে উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেনের নেতৃত্বে মিছিল ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়ছে।
বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও কালির বাজার চৌরাস্তা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহবাক আমজাদ হোসেন শিপন, পৌর বিএনপি যুগ্ম- আহবায়ক জামাল হোসেন, জাকির, কিবরিয়া, যুবদল নেতা ভাগিনা রুবেল, মনির হোসেন, মৎমজীবী দলের নেতা ইউনুস, স্রমিক দলের নেতা পিংকু, জিয়া ছাত্রদলের অপু এবং জুম্মনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিনিধি,৫ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur