দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে নৌকার ভোট চেয়ে গনসংযোগ ও উঠান বৈঠক করা হয়েছে। শুক্রবার বিকেলে ৪নং পালাখাল মডেল ইউনিয়নের উত্তর নয়াকান্দি গ্রামে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক মো. মিজান সরকার এর উদ্যোগে নির্বাচনী প্রচারনার শেষ দিনে স্থানীয় জনসাধারনকে একত্রিত করে নৌকায় ভোট চেয়ে প্রচার প্রচারনা ও উঠান বৈঠক করা হয়।
সমাজসেবক মো. লোকমান হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক মো. মিজান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহীন মজুমদারসহ আরো অনেকে। পরে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদকে ভোট দিয়ে নির্বাচিত করতে লিফলেট বিতরণ করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur