চাঁদপুর-৩ আসনের নৌকার মনোনিত প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে সাথে নিয়ে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।
৪ জানুয়ারি রাতে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে কেক কাটা শেষে বর্ণিল আতোশবাজি জ্বালানো হয়।
এসময় চাঁদপুর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিনসহ অন্যান্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোলায়মান হোসেন রাজু, সদর থানা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দাম, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল হোসেন, সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ সাইফসহ জেলা, উপজেলা, পৌর, কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৪ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur