চাঁদপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বই উৎসব ।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফির সঞ্চালনায় অন্যান্য অতিথিরা উপস্থতি ছিলেন।
এদিকে সকাল সাড়ে ১০টায় শহরের সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি মো.নুরুল আলম খানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সোহাগ প্রধানিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর চাঁন মিয়া মাঝিসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
স্টাফ করেসপন্ডেট,১ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur