চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঘাসিপুর এলাকায় ডাকাতিয়া নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর (৬০) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
৩১ ডিসেম্বর রোববার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, দুপুরে ঘাসিপুর এলাকায় ডাকাতিয়া নদীতে মরদেহ ভাসতে দেখে চাঁদপুর নৌপুলিশকে জানান স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্টাফ করেসপন্ডেট, ৩১ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur