Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় কৃষকদের উদ্ধুদ্ধকরনে কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন
কৃষকদের

কচুয়ায় কৃষকদের উদ্ধুদ্ধকরনে কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

নোয়াখালী, ফেনী,লক্ষীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় কৃষকদের উদ্ধুদ্ধকরনে কৃষি ও প্রযুক্তি ৩দিন ব্যাপী মেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলায় ১৪টি প্রদর্শনীতে কৃষকদের উদ্ধুদ্ধ করা হয়। মেলায় উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান,কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকারের কৃষিতে সাফল্য ও উন্নয়ন দেশে-বিদেশে সকলের নজর কেড়েছে। প্রত্যেকের নিজের জমিতে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে। এতে করে উৎপাদন খরচ যেমন কমে যাবে তেমনি বেশি বেশি লাভবান হওয়া যাবে মেলায় রয়েছে পারিবারিক পুষ্টি বাগান,জৈব বালাইনাশক নমুনা প্রদর্শন,ছাদ বাগান, নার্সারী ফলজ ও বনজ বিক্রয় কেন্দ্র সহ নানা ধরনের প্রর্দশনী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, উপজেলা কৃষি অফিসার মেজবাহ উদ্দিন, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাসুদুল হাছান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ ডিসেম্বর ২০২৩