Home / বিশেষ সংবাদ / ২০২৪ সাল থেকে যে দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে
ভিসা

২০২৪ সাল থেকে যে দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে

বিশ্বের যেকোনো দেশের ভ্রমণকারীরা জানুয়ারি থেকে ভিসা ছাড়াই কেনিয়ায় প্রবেশ করতে পারবে। গত ১২ ডিসেম্বর দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এ কথা বলেছেন। সিএনএন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, রুটো বলেছেন, তাঁর সরকার একটি ডিজিটাল প্ল্যাটফরম তৈরি করেছে, যাতে সব পর্যটক ভিসার জন্য আবেদন করার পরিবর্তে আগে থেকেই একটি ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন পায়।

দেশটির স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটেন থেকে রাজধানী নাইরোবিতে এক বক্তৃতায় প্রেসিডেন্ট রুটো বলেন, ‘বিশ্বের যেকোনো কোণ থেকে আর কোনো ব্যক্তির কেনিয়ায় আসার জন্য ভিসার আবেদনের বোঝা বহন করতে হবে না।’

রুটো দীর্ঘদিন ধরে আফ্রিকা মহাদেশে ভিসামুক্ত ভ্রমণের পক্ষে কথা বলে আসছেন। অক্টোবরে কঙ্গোতে এক সম্মেলনে তিনি বলেছিলেন, আফ্রিকান দেশগুলোর লোকদের ২০২৩ সালের শেষ নাগাদ কেনিয়াতে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হবে না।

পর্যটনশিল্প কেনিয়ার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত মহাসাগরের উপকূলরেখা এবং অভ্যন্তরীণ বন্য প্রাণী সাফারিগুলোর সঙ্গে দেশটির সৈকতে ছুটি কাটানোর জন্য পর্যটকরা আকৃষ্ট হয়।

টাইমস ডেস্ক/ ২৬ ডিসেম্বর ২০২৩