গ্রিন টাইগার ব্যান্ডের চাঁদপুর ই-বাইক এন্ড সার্ভিস সেন্টারের উদ্বোধন হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের ওয়ারলেছ এলাকার সোনালী ব্যাংকের বিপরীতপাশে নতুন আঙ্গিকে চাঁদপুর ই-বাইক এন্ড সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়।
ফিতা কেটে চাঁদপুর ই-বাইক এন্ড সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এসময় চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সাবেক কাউন্সিলর হুমায়ন কবির খান, জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা অ্যাড. মনির হোসেন ঢালী, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন, বিশিষ্ট ব্যবসায়ী শরিফ হোসেন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফিতা কেটে উদ্বোধনের পর প্রতিষ্ঠানের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুর ই-বাইক এন্ড সার্ভিস সেন্টারের পরিচালক মাহমুদুর রহমান মজনু ও বাবু খান জানান, নারী পুরুষ উভয়ের জন্য পরিবেশ বান্ধব, ঝামেলা বিহীন বাইক। দুর্দান্ত ফিচার এবং নিত্ত নতুন মডেল নিয়ে আমরা কাজ করছি। এছাড়া ৩-৫ বছরের দীর্ঘমেয়াদ নিশ্চয়তার পাশাপাশি আরোও থাকছে অধিক মাইলেজের নিশ্চয়তা, ওজন হালকা, ১ ইউনিট চার্জিং পাওয়ার (৬ মাসের রিপ্লেসমেন্ট ও ৪.৫ বছরের সার্ভিস ওয়ারেন্ট)।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,১৫ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur