চাঁদপুররে ৮ উপজলোয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০২৩-২৪ অর্থবছররে জুলাই- অক্টোবর ২০২৩ পর্যন্ত বিতরণ করেছে ১১৬ কোটি ৬০ লাখ টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বিতরণ করেছে বলে জেলা কৃষি ঋণ কমিটির এক সূত্রে সম্প্রতি এ তথ্য জানা গেছে ।
এর মধ্যে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে বিতরণ ১১১ কোটি ১৯ টাকা। জেলার ২৪ টি বেসরকারি ব্যাংকের বিতরণ ঐ মাস পর্যন্ত ৪ কোটি ৪১ লাখ টাকা । ওই সব ব্যাংকে ২০২৩-২৪ র্অথবছরে বরাদ্দ রয়েছে ৪৬৯ কোটি ১৬ লাখ টাকা বলে ব্যাংকগুলোর মাসিক এক প্রতিবেদন সূত্রে জানা গেছে ।
সংশিষ্ট ব্যাংকের আঞ্চলকি র্কাযালয়ের সূত্র মতে,সোনালী ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে জুলাই হতে অক্টোবর পর্যন্ত কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বিতরণ করেছ ৭ কোটি ১৪ লাখ টাকা। অগ্রণী ব্যাংকরে ২১টি শাখার মাধ্যমে ৫কোটি ৪১ লাখ টাকা,জনতা ব্যাংকরে ১৫ টি শাখার মাধ্যমে ১৯০ কোটি ৬৯ লাখ টাকা, বাংলাদশে কৃষি ব্যাংকরে ২৮টি শাখার মাধ্যমে ৬৮ কোটি ১১ লাখ টাকা। কর্মসংস্থান ব্যাংকরে ৪ টি শাখার মাধ্যমে ৯ কোটি ৫১ লাখ টাকা, রূপালী ব্যাংকে মাধ্যমে ২ কোটি ১১ লাখ টাকা এবং বেসিক ব্যাংক ২০ লাখ টাকা বিতরণ করে । বেসরকারি ২৪ টি ব্যাংক বিতরণ করে ৪ কোটি ৪১ লাখ টাকা।
এ দিকে ওই সব ব্যাংকরে শাখাগুলোতে ২০২৩-২৪ র্অথবছরে অক্টোবর পর্যন্ত পূর্বের বকেয়াসহ আদায় করেছে ৪৩ কোটি ৯০ লাখ টাকা বিভিন্ন গ্রাহকদরে কাছ থেকে আদায় করেছে।
এ ছাড়া ৫৫৮ কোটি ২১ লাখ বকেয়া হিসেবে জেলার কৃষি,দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে পড়ে আছে। ব্যাংকগুলোতে আদায়যোগ্য ঋণের পরিমাণ ১৫২ কোটি ২৩ লাখ টাকা।
অগ্রণী ব্যাংকের একজন ব্যাংক কর্মকর্তা জানান,‘ বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে।’
আবদুল গনি,
১১ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur