শাহরাস্তির ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার দুপুরে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইয়ামিন।
বিদ্যালয়ের ৯১ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ আকবার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও পার্ল কন্ট্রাকশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মকবুল হোসেন পাটোয়ারী, সোনালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক (অবঃ) মুহাম্মদ কবির হোসেন, কাজী শাহাজাহান সামু, কুমিল্লা সরকারি টিচার্স ট্রেইনিং কলেজের প্রভাষক ফরিদ আহমেদ মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (রসায়ন বিভাগের) অধ্যাপক প্রফেসর ড: মুহাম্মদ লোকমান হোসেন, ৪১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত খন্দকার মোঃ মিনহাজউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য প্রতিষ্ঠাতা সদস্য আবুল খায়ের মোঃ জামাল হোসেন, দাতা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন মানিক, অভিভাবক সদস্য আব্দুর রাহিম, মোঃ জাকির হোসেন, মোঃ গোলাম মোস্তফা, নূর মোহাম্মদ খানসহ সকল সদস্যবৃন্দ।
উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষক ও অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী বৃন্দ, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদক: জামাল হোসেন, ৯ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur