কচুয়া উপজেলার বাচাঁইয়া-নয়াকান্দি বিএনডি ফোরাম স্কুলে শিক্ষার আলো ছড়াতে আলোকিত সাদা মনের মানুষ ডা: রমেশ স্মৃতি পাঠাগার আনুষ্ঠানিক উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে আমার শপ এর চিপ ফাইনালশিয়াল অফিসার ইঞ্জি. মো. আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ পাঠাগারের উদ্বোধন করেন।
পাঠাগারের সভাপতি ইঞ্জি. রনজিত সরকারের সভাপতিত্বে ও বিএনডি ফোরামের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জি. জীবন কানাই সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, সাবেক সভাপতি মানিক ভৌমিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিকাশ সাহা, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, মেঘদারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র বাইন, বিএনডি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সুজন সরকার, অর্থ সম্পাদক ইঞ্জি. বিধান চন্দ্র সরকার ও পাঠাগারের সাধারন সম্পাদক মিলন সরকারসহ আরো অনেকে।
পরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট সামগ্রী বিতরন করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur