ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে একটি ল্যাপটপ নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রধান শিক্ষকের কক্ষের দু’টি আলমারিতে থাকা প্রজেক্টর মেশিন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় চোরের দল।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোতালেব এই প্রতিবেদককে জানান, আজ সকালে স্থানীয়রা আমার কক্ষের জানালার গ্রীল কাটা অবস্থায় দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি তাৎক্ষণিক বিদ্যালয়ে এসে দেখি দু’টি আলমারিতে থাকা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। পরে অফিসের সকল কিছু দেখার পর বুঝতে পারি একটি ল্যাপটপ নিয়ে গেছে চোর।
চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোতালেব বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদক: শিমুল হাছান,৭ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur