মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরীতে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম। ৫ ডিসেম্বর মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যান সভায় এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম- বিপিএম।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে সহ কর্মকর্তা বৃন্দ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে এবং এ থানার অন্তর্ভুক্ত এলাকা থেকে চুরি, ছিনতাই মাদকসহ সকল অপরাধ মুক্ত করতে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাবো।
তিনি আরও বলেন, এ পুরষ্কার আমার সামনের কাজের গতিকে আরো অগ্রগতি ও উৎসাহিত করবে। আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার এ দায়িত্ব পালন করে যেতে পারি। তিনি পুলিশের সার্বিক কাজে পূর্বের ন্যায় সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ৫ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur